ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা স্ট্যান্ডের উদ্বোধন হল
মুম্বই, ১৬ মে (হি.স.): মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) শুক্রবার বিকেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনটি নতুন স্ট্যান্ডের উদ্বোধন করল,যেখানে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য রোহিত শর্মা, অজিত ওয়াদেকর এবং শরদ পাওয়ারকে সম্মান জানানো হল। দিভেচা প্যাভি
আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা স্ট্যান্ডের উদ্বোধন হল


মুম্বই, ১৬ মে (হি.স.): মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) শুক্রবার বিকেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনটি নতুন স্ট্যান্ডের উদ্বোধন করল,যেখানে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য রোহিত শর্মা, অজিত ওয়াদেকর এবং শরদ পাওয়ারকে সম্মান জানানো হল।

দিভেচা প্যাভিলিয়ন লেভেল ৩-এর নাম পরিবর্তন করে রোহিত শর্মা স্ট্যান্ড রাখা হয়েছে, যা ভারতের ওয়ানডে অধিনায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল ৩-এ বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি শরদ পাওয়ারের নাম থাকবে, আর গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল ৪-এ ভারতের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকরের নামে উৎসর্গ করা হল।

গত মাসে অনুষ্ঠিত এমসিএ-এর ৮৬তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছিল।

রোহিত শর্মা

শচীন তেন্ডুলকার, সুনীল গাভাস্কার, দিলীপ ভেঙ্গসরকার এবং বিজয় মার্চেন্টের মতো কিংবদন্তিদের একটি দলের সাথে এই কিংবদন্তিরা যোগ দিলেন।যাদের নামে ওয়াংখেড়েতে স্ট্যান্ড তৈরি করা আছে। রোহিতের নেতৃত্বে ভারত ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের মার্চ মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। মুম্বইয়ের হয়ে তিনি ৪৬টি প্রথম-শ্রেণীর ম্যাচ, ১৭টি লিস্ট এ ম্যাচ এবং ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন।

অজিত ওয়াদেকর

ভারতের একজন স্টাইলিশ নম্বর ৩ ব্যাটসম্যান এবং ভারতের সেরা স্লিপ ফিল্ডারদের একজন ছিলেন। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডে ভারতকে ঐতিহাসিক বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ভারতের হয়ে ১৯৬৬ থেকে ১৯৭৪ সালের মধ্যে ৩৭টি টেস্ট এবং ২টি ওয়ানডে খেলেছিলেন। তিনি ২০১৮ সালের আগস্টে ৭৭ বছর বয়সে মারা যান।

শরদ পাওয়ার

২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০১১ সালের বিশ্বকাপ ভারতে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande