অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সিকিমের জনগণকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): সিকিমের জনগণকে রাজ্যের প্রতিষ্ঠা দিবসে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকিমের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, সিক
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): সিকিমের জনগণকে রাজ্যের প্রতিষ্ঠা দিবসে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকিমের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, সিকিমের প্রতিষ্ঠা দিবসে সিকিমের জনগণকে উষ্ণ শুভেচ্ছা। এই বছর, এই উপলক্ষ আরও বিশেষ, কারণ আমরা সিকিমের প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকী উদযাপন করছি!

প্রধানমন্ত্রী মোদী এক্স-এ আরও লিখেছেন, সিকিম নির্মল সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিশ্রমী মানুষের সঙ্গে সম্পর্কিত। সিকিম বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। এই সুন্দর রাজ্যের জনগণ সমৃদ্ধি অব্যাহত রাখুক। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সিকিমের জনগণকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande