ভূজ, ১৬ মে (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার গুজরাটের ভূজে (কচ্ছ) স্মৃতিবন পরিদর্শন করেছেন - ২০০১ সালের ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পনা করা এটি একটি স্মৃতিস্তম্ভ এবং জাদুঘর। এর আগে এদিন সকালে রাজনাথ সিং ভূজ বায়ুসেনা ঘাঁটিতে আকাশ-বীরদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্মৃতিবন ভূমিকম্প স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।
কচ্ছের স্মৃতিবন ভূমিকম্প স্মৃতি জাদুঘর পরিদর্শনের পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, আমি প্রথমবারের মতো এটি দেখার সুযোগ পেয়েছি এবং এখানে যা দেখেছি তা আশ্চর্যজনক, অনুপ্রেরণাদায়ক এবং আমার জন্য একটি অত্যন্ত স্মরণীয় অভিজ্ঞতা। এই জাদুঘরটি কেবল দেশেরই নয়, বিশ্বেরও গর্ব। ২০০১ সালে গুজরাটে আঘাত হানা ভূমিকম্পে নিহত ব্যক্তিদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভটি গুজরাট রাজ্যের স্থিতিস্থাপকতার প্রতীক।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ