পাটনা জংশনে মাল্টি-লেভেল পার্কিং ও সাবওয়ে উদ্বোধন নীতীশ কুমারের
পাটনা, ১৭ মে (হি.স.) : পাটনা জংশনে পৌঁছানো যাত্রীদের সুবিধার্থে নির্মিত হল আধুনিক মাল্টি-লেভেল পার্কিং এবং সাবওয়ে। শনিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নবনির্মিত এই মাল্টি-লেভেল পার্কিং ভবন ও সাবওয়ের উদ্বোধন করেন। পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ
পাটনা জংশনে মাল্টি-লেভেল পার্কিং ও সাবওয়ে উদ্বোধন নীতীশ কুমারের


পাটনা, ১৭ মে (হি.স.) : পাটনা জংশনে পৌঁছানো যাত্রীদের সুবিধার্থে নির্মিত হল আধুনিক মাল্টি-লেভেল পার্কিং এবং সাবওয়ে। শনিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নবনির্মিত এই মাল্টি-লেভেল পার্কিং ভবন ও সাবওয়ের উদ্বোধন করেন।

পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ জানান, পাটনা জংশনে এবার সাবওয়ের সঙ্গে পার্কিংয়ের সংযোগ করা হয়েছে। ট্রেনে আসা যাত্রীরা তাঁদের লাগেজ সহ সহজেই পার্কিংয়ে পৌঁছাতে পারবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande