অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে স্টেশন পুনৰ্বিকাশকার্যের অগ্রগতি পর্যালোচনা এনএফআর-এর জিএম চেতনকুমারের
গুয়াহাটি, ১৭ মে (হি.স.) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশনের পুনৰ্বিকাশকার্যের অগ্রগতি পর্যালোচনা করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব। আজ শনিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ
মাজবাট স্টেশনের পুনৰ্বিকাশকার্যের পর্যালোচনা জিএম-এর


গুয়াহাটি, ১৭ মে (হি.স.) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশনের পুনৰ্বিকাশকার্যের অগ্রগতি পর্যালোচনা করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব।

আজ শনিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বিবৃতির মাধ্যমে এ খবর দিয়ে জানান, অমৃত ভারত স্টেশন স্কিম (এবিএসএস)-এর অধীনে পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশন যথাক্রমে নর্থলখিমপুর, রাঙাপাড়া নর্থ, মাজবাট, গহপুর এবং বিশ্বনাথ চারিআলিতে চলমান পুনৰ্বিকাশ কার্যের বিস্তারিত পরিদর্শন ও পর্যালোচনা করেছেন জিএম। এই প্রকল্পের আওতায় অসমের ৫০টি স্টেশনকে রূপান্তরের জন্য নির্বাচিত করা হয়েছে, যার লক্ষ্য পরিকাঠামোগত উন্নয়ন এবং যাত্রী সুবিধা বৃদ্ধি করা। এই পুনৰ্বিকাশে উল্লেখযোগ্য উন্নয়ন আনা হবে, যার আনুমানিক বিনিয়োগ হবে নর্থলখিমপুরের জন্য ৭.১২ কোটি টাকা, রাঙাপাড়া নর্থের জন্য ৫৫.১৭ কোটি টাকা, মাজবাটের জন্য ১২.০৪ কোটি টাকা, গহপুরের জন্য ৮.৪৯ কোটি টাকা এবং বিশ্বনাথ চারিআলির জন্য ১৪.০৭ কোটি টাকা। মোট উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আওতাধীন ৯২টি স্টেশন এবিএসএস –এর মাধ্যমে পুনৰ্বিকাশের জন্য নির্ধারিত হয়েছে, যার লক্ষ্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা প্রদান এবং যাত্রীদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করা।

কপিঞ্জল কিশোর শর্মা জানান, পরিদর্শনের সময় জেনারেল ম্যানেজার অমৃত ভারত স্টেশন স্কিম-এর অধীনে স্টেশন পুনর্বিকাশের অগ্রগতি পর্যালোচনা করে গুণমান, সময়মতো সমাপ্তি এবং সুরক্ষার ওপর জোর দেন। তিনি উন্নত যাত্রী সুযোগ-সুবিধা, আধুনিক ব্যবস্থা এবং উন্নত নান্দনিকতার ওপর এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে, তিনি যাত্রী পরিষেবায় ন্যূনতম ব্যাঘাত ঘটিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বর্তমান প্রচেষ্টার প্রশংসা করে সময়সীমা পূরণের গতি বজায় রাখার ওপর জোর দেন।

জেনারেল ম্যানেজার রাঙাপাড়া নর্থে সাব-ডিভিশনাল রেলওয়ে হাসপাতালও পরিদর্শন করেছেন। সেখানে তিনি একটি অত্যাধুনিক সিআর সিস্টেম এক্স-রে মেশিন উদ্বোধন করেন। এক্স-রে মেশিনটি হাসপাতালে আগত রোগীদের রোগ নির্ণয়ের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এছাড়া, তিনি ট্র্যাক এবং পরিচালনগত স্থিতির মূল্যায়ন করার জন্য নর্থলখিমপুর এবং রাঙাপাড়া নর্থের মধ্যে একটি উইন্ডো ট্রেইলিং পরিদর্শন করেন।

এই স্টেশনগুলির পুনর্বিকাশের লক্ষ্য হলো যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং একইসাথে ভারতীয় রেলকে বিশ্বমানের পরিবহণ পরিষেবায় রূপান্তরিত করার বৃহত্তর দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নেওয়া। এই উদ্যোগটি কেবল অবকাঠামো এবং সুযোগ-সুবিধার আধুনিকীকরণের ওপরই জোর দেয় না বরং সকলের জন্য দক্ষ, নিরাপদ এবং সার্বিক রেল পরিষেবা নিশ্চিত করার জন্য স্থায়িত্ব, সহজলভ্য এবং স্মার্ট প্রযুক্তির একীকরণের ওপরও জোর দেয়, প্রেস বিবৃতিতে বলেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande