কুমারঘাট (ত্রিপুরা), ১৭ মে (হি.স.) : বাইকের ধাক্কায় মৃত্য হল এক ব্যাক্তির। দুর্ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন তেঘরি এলাকায়। নিহত ব্যক্তির নাম অবিনাশ দাস। বয়স ৫৬ বছর।
ফটিকরায় থানার ওসি পার্থ ভৌমিক জানান, শনিবার সন্ধ্যায় ফটিকরায় থেকে দুই যুবক বাইকে করে কৈলাসহরের দিকে যাচ্ছিল। ফটিকরায়- কৈলাসহর রাস্তার তেঘরি এলাকায় বাইক চালক পেছন থেকে এক পথচারিকে ধাক্কা দেয়। এতে ওই এলাকারই জনৈক অবিনাশ দাস গুরুতরভাবে আহত হয়।
দুর্ঘটনার পর এলাকার জনগণ খবর দেয় কুমারঘাটের দমকল বাহিনীকে। কুমারঘাট থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যাক্তিকে উদ্ধার করে ফটিকরায় প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ফটিকরায় প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক অবিনাশ দাসকে মৃত বলে ঘোষণা করেন। ফটিকরায় থানার পুলিশ বাইক চালক প্রভাস উরাং এবং বাইকে থাকা অপর ব্যক্তি মিলন উরাংকে আটক করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ