বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতঘর, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
বিলোনিয়া (ত্রিপুরা), ১৭ মে (হি.স.) : বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত পূর্ব কলাবাজিয়া গ্রাম পঞ্চায়েতের গাছবাড়িয়া এলাকার হারাধন মজুমদারের বসতবাড়ি। জানা যায় ঘরটি ছিল তাঁর ছেলে বিনয় মজুমদারের। আগুনের লেলিহান শিখা কেড়ে নিল নগদ চার লক্ষ টাকা, গয়নাগা
ভয়াবহ অগ্নিকাণ্ড


বিলোনিয়া (ত্রিপুরা), ১৭ মে (হি.স.) : বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত পূর্ব কলাবাজিয়া গ্রাম পঞ্চায়েতের গাছবাড়িয়া এলাকার হারাধন মজুমদারের বসতবাড়ি। জানা যায় ঘরটি ছিল তাঁর ছেলে বিনয় মজুমদারের। আগুনের লেলিহান শিখা কেড়ে নিল নগদ চার লক্ষ টাকা, গয়নাগাটি সহ ঘরের সমস্ত জিনিসপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকা হবে বলে জানা যায়। ঘরটিতে প্রচুর পরিমাণে রাবারসহ গ্যাস ভর্তি সিলিন্ডার রাখা ছিল। যেহেতু ঘরটির সাথে রান্নাঘরের কোন যোগসুত্র ছিল না তাই ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গ্যাস ভর্তি সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের বীভৎসতা এত বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে বা জিনিসপত্র রক্ষা করতে কেউই সামনে যেতে পারছিল না। সকলেই শুধু নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিলেন। খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবই শেষ।

জানা গিয়েছে, হারাধন মজুমদারের ছেলে পেশায় বন দপ্তরের কর্মচারী। বিনয় মজুমদার ঘর তৈরি করার জন্য নগদ টাকা ঘরে এনে রেখেছিল। সেগুলিও পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওই এলাকার বাসিন্দা তথা ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস। তিনি জানান সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে কিভাবে সাহায্য করা যায় তা খতিয়ে দেখা হবে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande