অনুপ্রবেশকারীদের বৈধ পরিচয়পত্র তৈরির ছক ফের বানচাল, ধৃত ২
মুর্শিদাবাদ, ১৭ মে (হি.স.): সীমান্ত এলাকায় ফের অনুপ্রবেশকারীদের বৈধ পরিচয়পত্র তৈরির ছক! তিনদিনের মাথায় ফের এই ষড়যন্ত্র বানচাল করল মুর্শিদাবাদের পুলিশ। গ্রেফতার হল জাল আধার কার্ড তৈরির চক্রের ২ পান্ডা। মুর্শিদাবাদের সাগরপাড়ার নরসিংপুর বাজার থেকে ওই
অনুপ্রবেশকারীদের বৈধ পরিচয়পত্র তৈরির ছক ফের বানচাল, ধৃত ২


মুর্শিদাবাদ, ১৭ মে (হি.স.): সীমান্ত এলাকায় ফের অনুপ্রবেশকারীদের বৈধ পরিচয়পত্র তৈরির ছক! তিনদিনের মাথায় ফের এই ষড়যন্ত্র বানচাল করল মুর্শিদাবাদের পুলিশ। গ্রেফতার হল জাল আধার কার্ড তৈরির চক্রের ২ পান্ডা।

মুর্শিদাবাদের সাগরপাড়ার নরসিংপুর বাজার থেকে ওই চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করে জাল আধার তৈরির সরঞ্জামও। পুলিশ জানায়, ধৃতদের নাম সানাউল্লা শেখ, বয়স ৩২ বছর ও আনোয়ার রহমান, বয়স ৩০ বছর। তাদের বাড়ি সাগরপাড়া থানার বারোমাসিয়া গ্রামে। জানা গিয়েছে, নরসিংহপুর বাজারে সানাউল্লা শেখ নিজের দোকানে বসেই ওই কাজ চালাত।

১৪ মে রাতে রানিনগরের পুলিশ কাতলামারীর কদমতলা গ্রাম থেকে একইভাবে জাল আধার তৈরির সরঞ্জাম-সহ তিন পান্ডাকে গ্রেফতার করেছিল। ধৃতদের কাছ থেকে একটি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার,দু’টি ল্যাপটপ, একটি প্রিন্টার, দু’টি স্ক্যানার, দু’টি ফোন, তিনটে তৈরি আধার কার্ড উদ্ধার হয়।

সীমান্ত এলাকার বাজার বা গ্রাম থেকে জাল আধার তৈরির পাঁচ পান্ডা গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande