আইন, আদালত মানে না; ডিএ প্রসঙ্গে সরকারকে তোপ দিলীপের
কলকাতা, ১৭ মে (হি.স.): সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় নিয়ে শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বললেন, ''এটা প্রথম নয়। আগেও কোর্ট বহুবার বলেছে। সরকার মানেনি। বলেছে টাকা নেই। যে সরকার তার সন্তানদের ভরণ পোষণ করতে পারে না তাদের কি ক্ষমতায় থাক
দিলীপ ঘোষ


কলকাতা, ১৭ মে (হি.স.): সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় নিয়ে শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বললেন, ''এটা প্রথম নয়। আগেও কোর্ট বহুবার বলেছে। সরকার মানেনি। বলেছে টাকা নেই। যে সরকার তার সন্তানদের ভরণ পোষণ করতে পারে না তাদের কি ক্ষমতায় থাকা সাজে?

বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও বলেছেন, আইন, আদালত মানে না। নিজের পক্ষে রায় গেলে সেটা রায়। বিপক্ষে গেলে সেই রায় মানে না। এখন মানুষকে ভাবতে হবে আলাদা আলাদা আন্দোলন হবে, নাকি সরকারকে পাল্টে নিজের অধিকার বুঝে নেবেন।'' উল্লেখ্য, ২০০৯ সালের ১ জুলাই থেকে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা, ডিএ-র ২৫ শতাংশ, আগামী তিন মাসের মধ্য়ে মিটিয়ে দেওয়ার জন্য়, রাজ্য় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande