ব্রাজিল সফরে খাট্টার, আলোচনা করবেন ব্রিকস দেশগুলির বিদ্যুৎ মন্ত্রীদের সঙ্গে
নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার এই মাসের ১৯ তারিখে অনুষ্ঠিতব্য ব্রিকস বিদ্যুৎ মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণের জন্য ব্রাজিলে সরকারি সফরে আছেন। বৈঠকে জ্বালানি নিরাপত্তা, সহজলভ্যতা, সাশ্রয়ী মূল্য এবং স্থায়িত্বের মতো গু
খাট্টারের জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার এই মাসের ১৯ তারিখে অনুষ্ঠিতব্য ব্রিকস বিদ্যুৎ মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণের জন্য ব্রাজিলে সরকারি সফরে আছেন। বৈঠকে জ্বালানি নিরাপত্তা, সহজলভ্যতা, সাশ্রয়ী মূল্য এবং স্থায়িত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্রিকস দেশগুলির বিদ্যুৎ মন্ত্রীদের সাথে আলোচনা করবেন তিনি।

বিদ্যুৎ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে ভারত গত দশকে নিজস্ব অর্জনগুলি তুলে ধরবে, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ সক্ষমতায় ৯০ শতাংশ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিতে নেতৃত্ব, সবুজ হাইড্রোজেন এবং জৈব জ্বালানি, সেইসঙ্গে জ্বালানি খাতে উদ্ভাবন এবং সুস্থায়ী উন্নয়ন। এই বছর ব্রিকস বিদ্যুৎ মন্ত্রীদের বৈঠকের মূল বিষয়বস্তু হল অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী বৈশ্বিক শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতার ক্ষমতায়ন।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande