সিবিএসই'র দ্বাদশ পরীক্ষার ফলাফলে রাজ্যের আট জেলায় উত্তর ত্রিপুরা প্রথম স্থানে
ধর্মনগর (ত্রিপুরা), ১৭ মে (হি.স.) : ত্রিপুরায় শিক্ষা ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করল উত্তর ত্রিপুরা জেলার শিক্ষা দপ্তর। শনিবার উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক এর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন উত্তর ত্র
সাংবাদিক সম্মেলন


ধর্মনগর (ত্রিপুরা), ১৭ মে (হি.স.) : ত্রিপুরায় শিক্ষা ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করল উত্তর ত্রিপুরা জেলার শিক্ষা দপ্তর। শনিবার উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক এর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার শিক্ষা অধিকর্তা শুভাশিস দেবনাথ, ওএসডি সমীর রঞ্জন দেবনাথ এবং ওএসডি কৃতি সুন্দর দে।

জেলা শিক্ষা অধিকর্তা জানান, উত্তর ত্রিপুরা জেলায় ১৫ টি বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে। এবছরের সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরিখে রাজ্যের আটটি জেলার মধ্যে উত্তর ত্রিপুরা জেলা প্রথম স্থান অধিকার করে। উচ্চ মাধ্যমিকে রাজ্যের গড় ৭১ শতাংশ। অন্যদিকে উত্তর ত্রিপুরার জেলার গড় ৮৬.৬৮ শতাংশ। রাজ্যের পাঁচটি বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষার্থীরা ১০০ শতাংশ উত্তীর্ণ হয়। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলার দামছড়া উচ্চ মাধ্যমিক স্কুল জায়গা করে নিয়েছে।

একই সাথে এবছরের সিবিএসই বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফলের নিরিখে উত্তর ত্রিপুরা জেলা পঞ্চম স্থান দখল করেছে। রাজ্যের গড় ফলাফল ৪৬ শতাংশ এবং উত্তর ত্রিপুরা জেলার গড় ফলাফল ৪৫ শতাংশ। রাজ্যের ১৫ টি স্কুলের শিক্ষার্থীরা ১০০ শতাংশ উত্তীর্ণ হয়। এর মধ্যে তিনটি স্কুল উত্তর ত্রিপুরা জেলায়।

একই সাথে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় উত্তর ত্রিপুরা জেলা ৮১ শতাংশের ভিত্তিতে ষষ্ঠ স্থান অধিকার করে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮১ শতাংশের ভিত্তিতে চতুর্থ স্থান দখল করে। জেলা শিক্ষার অধিকর্তা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ভালো ফলাফলের জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande