অপারেশন সিঁদুর, ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে হাফলঙে অনুষ্ঠিত তিরঙ্গা যাত্রা
হাফলং (অসম), ১৭ মে (হি.স.) : আজ শনিবার ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য এবং অপারেশন সিঁদুরের সমর্থনে তিরঙ্গা যাত্রার আয়োজন করেছে জেলা বিজেপি। সুশীল সমাজের সমাবেশে হাফলঙের সাংস্কৃতিক ভবন থেকে সকাল ১০টায় তিরঙ্গা মহামিছিল গোটা
হাফলঙে অনুষ্ঠিত তিরঙ্গা যাত্রা


হাফলং (অসম), ১৭ মে (হি.স.) : আজ শনিবার ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য এবং অপারেশন সিঁদুরের সমর্থনে তিরঙ্গা যাত্রার আয়োজন করেছে জেলা বিজেপি।

সুশীল সমাজের সমাবেশে হাফলঙের সাংস্কৃতিক ভবন থেকে সকাল ১০টায় তিরঙ্গা মহামিছিল গোটা শহর পরিক্রমা করে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এদিনের তিরঙ্গা মহামিছিলে পা মিলিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী নন্দিতা গার্লোসা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, পরিষদের কার্যনির্বাহী সদস্য জেলা বিজেপির সভাপতি ধৃতি থাওসেন, বিজেপির কাৰ্যকর্তা সহ অবসরপ্রাপ্ত সেনাকর্মী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সুশীল সমাজ এবং সাধারণ মানুষ।

তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও বীরত্বের জন্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী বলিষ্ঠ নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিরঙ্গার নীচে ঐক্যবদ্ধ হয়ে হাফলঙের নাগরিক সমাজ এই যাত্রার আয়োজন করেছে, যা হাফলঙের সাংস্কৃতিক ইনস্টিটিউট হল থেকে শুরু হয়ে ডিএইচএসি পার্কিং গ্রাউন্ডে শেষ হয়।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য, স্কুল ও কলেজের ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষ ‘অপারেশন সিঁদুর’-এর প্রতি সমর্থন জানিয়ে এবং আমাদের নাগরিকদের সুরক্ষা এবং আমাদের সীমান্ত সুরক্ষিত করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অতুলনীয় সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে যাত্রায় অংশ গ্রহণ করেছেন।

এই যাত্রা শত্রুদের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে সক্ষম হয়েছে যে আমরা সকল ভারতীয় আমাদের সৈন্যদের সাথে ঐক্যবদ্ধ রয়েছি, বলেন দেবোলাল গার্লোসা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande