কলকাতা, ১৭ মে (হি.স.): বিকাশ ভবনের জমায়েতে জনপ্রতিনিধির ঔদ্ধত্য, হুঁশিয়ারি, কর্মরত সাংবাদিকের হাতের বুম ঠেলে সরিয়ে দেওয়া আগ্রহীরা সবাই বৃহস্পতিবার দিনভর ছোট পর্দায় দেখেছেন। লাল চুল, কানে দুল পরা 'অনুগামী'দের শাসানি তো বটেই, হেলমেট দিয়ে মারধরের অভিযোগও তুলেছেন প্রতিবাদী শিক্ষকরা। শনিবার সব অভিযোগই দৃঢ়ভাবে অস্বীকার করেন শাসক দলের নেতা সব্যসাচী দত্ত।
এহেন প্রহারের নেপথ্যে যে 'অনুগামী'দের কথা বলা হচ্ছে তাঁরা কেউই তাঁর পরিচিত নন বলে শনিবার দাবি করলেন তিনি। বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান এদিন সংবাদমাধ্যমকে জানান, অ্যাম্বুল্যান্সে করে কেউ বা কারা তাঁর বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। তাঁদেরই বাইকবাহিনী রাস্তায় আটকে পড়ে মাথার ঠিক রাখতে না পেরে হেলমেট দিয়ে মেরেছেন।
সব্যসাচীবাবুর কথায়, যদি কেউ মারের প্রবৃত্তি নিয়েই আসে, তাহলে তারা, লাঠি, ডান্ডা, হকি স্টিক নিয়ে আসত। খামোখা কেন হেলমেট নিয়ে আসতে যাবে? যে বা যারা হেলমেট পরেছিলেন তাঁরাই মেরেছেন।
সব্যসাচীবাবু বলেন, সাংবাদিকদের সঙ্গে তাঁর ব্যবহার নিয়ে যে অভিযোগ উঠেছে সেটাও একরকমের প্ররোচনা। কারণ ব্যাখ্যা করে সব্যসাচী বলেন, নির্দিষ্ট একটি সংবাদমাধ্যমের প্রতিনিধিই ইচ্ছাকৃত ঝামেলা পাকানোর চেষ্টা করেছেন। এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিলেন না।
প্রসঙ্গত, বৃহস্পতিবার টানা অবস্থানের পর সাত দফা দাবিতে যখন বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা, সেই উত্তেজক পরিস্থিতিতে শিক্ষা দফতরে 'নিজের কাজ' সারতে যান বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। যার জেরে তুমুল অশান্তি ছড়ায় করুণাময়ী এলাকায়। চাকরিহারাদের কয়েক জন তাঁর দিকে ধেয়ে যান। ধাক্কাও মারা হয় বলে অভিযোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত