জালৌন, ১৭ মে (হি.স.) : উত্তর প্রদেশের জালৌন জেলাতে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের। জানা গিয়েছে , শুক্রবার গভীর রাতে কদৌরা থানার অন্তর্গত পালী গ্রামে ঘটনাটি ঘটে। রাতে শৌচকর্ম করতে গিয়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
পরিবারের সদস্যরা শোকস্তব্ধ হয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এক পুলিশ আধিকারিক জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে, তদন্ত চলছে। মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য