নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): শশী থারুরকে নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বে কূটনৈতিক বার্তা পৌঁছে দিতে চাইছে ভারত সরকার। এই আবহে ৭ সাংসদের একটি সর্বদলীয় প্রতিনিধি দল ঘোষণা করা হয়েছে। সেই সর্বদলীয় প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। তাতেই আপত্তি কংগ্রেসের। কংগ্রেসের এই আপত্তিতে কটাক্ষ করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তাঁর কথায়, কংগ্রেস নিজস্ব দলের নেতাদেরই বিশ্বাস করে না।
শনিবার শেহজাদ বলেছেন, কংগ্রেস নিজস্ব দলের নেতাদেরই বিশ্বাস করে না। ডঃ শশী থারুর ক্রমাগত পাকিস্তানের বক্তব্যকে ব্যর্থ করে দিয়েছেন এবং ভারত সর্বপোরি ধারণাটি চালু করেছেন। কিন্তু কংগ্রেস দেশের চেয়ে নিজস্ব দলকে অগ্রাধিকার দিয়েছে এবং সন্দেহজনক নামগুলি সামনে এনেছে, যার মধ্যে সেইসব মানুষও রয়েছে যাদের নির্বাচনের সময় পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দেওয়া হয়েছিল। এটি কংগ্রেসের তুচ্ছ এবং তোষণ মানসিকতার একটি উদাহরণ। ডঃ শশী থারুর বলেছেন, তিনি সর্বদা দেশের সেবা করার জন্য উপলব্ধ। এর অর্থ হল তিনি ভারতকে কংগ্রেসের উপরে স্থান দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ