(আপডেট) বেকবাগানের বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে মেয়র
কলকাতা, ১৭ মে (হি.স.): শনিবার দুপুরে বেকবাগানের কাছেই ২২৪ নম্বর আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের ঠিকানায় এক বহুতলে ওই আগুন লাগে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে যান তিনি। উল্লেখ্য, এ জে সি বসু উড়
মেয়র ফিরহাদ হাকিম অগ্নিকাণ্ডের ঘটনায় অকুস্থলেই তদারকিতে ব্যস্ত


কলকাতা, ১৭ মে (হি.স.): শনিবার দুপুরে বেকবাগানের কাছেই ২২৪ নম্বর আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের ঠিকানায় এক বহুতলে ওই আগুন লাগে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে যান তিনি।

উল্লেখ্য, এ জে সি বসু উড়ালপুল থেকে দমকলকর্মীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। সকলকে বহুতলের নীচে থেকে সরানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি দমকলের আরও ইঞ্জিন আনা হচ্ছে। ফ্লাইওভারের ওপর দিয়ে জল দেওয়ার পাশাপাশি ভিতরে গিয়েও আগুন নেভানো যায় কিনা তা দেখা হচ্ছে। আশপাশের অফিসের জানালা খুলে দেওয়া হয়। সেখান থেকেও জল দেওয়ার চেষ্টা চলছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande