চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দম্পতির
হাওড়া, ১৭ মে (হি.স.): চলন্ত লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দম্পতির। লঞ্চ কর্মীদের তৎপরতায় কোনওমতে উদ্ধার করা হল তাঁদের। এই ঘটনায় শনিবার শোরগোল পড়ে যায় হাওড়ায়। জানা গেছে, এদিন সালকিয়া বাঁধাঘাট থেকে একটি লঞ্চে ওঠেন ওই দম্পতি। কলকাতার আহিরিটোলা যাচ্ছিল লঞ
চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দম্পতির


হাওড়া, ১৭ মে (হি.স.): চলন্ত লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দম্পতির। লঞ্চ কর্মীদের তৎপরতায় কোনওমতে উদ্ধার করা হল তাঁদের। এই ঘটনায় শনিবার শোরগোল পড়ে যায় হাওড়ায়। জানা গেছে, এদিন সালকিয়া বাঁধাঘাট থেকে একটি লঞ্চে ওঠেন ওই দম্পতি। কলকাতার আহিরিটোলা যাচ্ছিল লঞ্চটি। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চ মাঝ গঙ্গায় এলে দুজনে একসঙ্গে গঙ্গায় ঝাঁপ দেন। তাঁদের ঝাঁপ দিতে দেখে সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরা গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। তৎপরতার সঙ্গে সেফটি টায়ারের সাহায্যে জীবিত অবস্থায় তাদের উদ্ধার করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande