হরিদ্বার, ২ মে ( হি.স.) : বৃহস্পতিবার রাতে রেললাইনের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেল দুই কিশোরীকে। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বার জেলাতে ভগবানপুর গ্রামের কাছে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সেখানে চিকিৎসক এক কিশোরীকে মৃত ঘোষণা করেন। অন্য কিশোরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরও ভাল চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, দুই কিশোরীই পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। কীভাবে তারা রেললাইনের ধারে এল, তা জানা যায়নি। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার গ্রামে একটি বিয়ে ছিল, সেখান থেকেই নিখোঁজ হয় তারা। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য