বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার গ্রেফতার ঠিকাদার
কলকাতা, ২ মে (হি.স.): বড়বাজারের মেছুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হলেন আরও একজন। ধৃত খুরশিদ আলম কড়েয়ার বাসিন্দা। শুক্রবার পুলিশসূত্রে এ খবর জানা গিয়েছে। বছর বিয়াল্লিশের ওই ব্যক্তি হোটেলের ঠিকাদার। কড়েয়া এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার কর
বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার গ্রেফতার ঠিকাদার


কলকাতা, ২ মে (হি.স.): বড়বাজারের মেছুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হলেন আরও একজন। ধৃত খুরশিদ আলম কড়েয়ার বাসিন্দা। শুক্রবার পুলিশসূত্রে এ খবর জানা গিয়েছে।

বছর বিয়াল্লিশের ওই ব্যক্তি হোটেলের ঠিকাদার। কড়েয়া এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩।

ঘটনার দেড়দিনের মাথায় বৃহস্পতিবার সকালে হোটেল মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। এর পর গ্রেফতার হন ঠিকাদার।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় আচমকা বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। জানা যায়, হোটেলে কমপক্ষে ৪২টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না জানলা। ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। অন্যদিকে, দমকলকর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। ১৫ জনের মৃত্যু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande