বিপ্লবী প্রফুল্ল চাকীর আত্মবলিদান দিবস পালিত
কলকাতা, ২ মে ( হি. স.) বীর বিপ্লবী প্রফুল্ল চাকীর আত্মবলিদান দিবস পালিত হল শুক্রবার। বিপ্লবী প্রফুল্ল চাকী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে কলকাতার প্রগ্রেসিভ হলে এই স্মরণ অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে তা উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক শমীক স্বপন ঘোষ, সাংবাদিক
বিপ্লবী প্রফুল্ল চাকির আত্ম বলিদান দিবস পালন


কলকাতা, ২ মে ( হি. স.) বীর বিপ্লবী প্রফুল্ল চাকীর আত্মবলিদান দিবস পালিত হল শুক্রবার। বিপ্লবী প্রফুল্ল চাকী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে কলকাতার প্রগ্রেসিভ হলে এই স্মরণ অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে তা উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক শমীক স্বপন ঘোষ, সাংবাদিক কুনাল বোস ও প্রবীণ স্বাধীনতা সংগ্রামী হরেন বাগচী বিশ্বাস। স্বাগত ভাষণ দেন সুবীর কুন্ডু। বিপ্লবী প্রফুল্ল চাকীর নাতি সুব্রত চাকী বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। এদিন এক তথ্যচিত্রে প্রফুল্ল চাকীর জীবনের অনেক অজানা কাহিনী তুলে ধরা হয়। বিপ্লবী পরিবারের বহু সদস্য উপস্থিত ছিলেন এদিন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande