রাঁচি, ২ মে (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচির ডিএভি পাবলিক স্কুলে শুক্রবার নার্সারি বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হল ইয়েলো ডে। বাচ্চারা এদিন হলুদ পোশাক পরে আসে। স্কুলে তাদের জন্য আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষিকারা বাচ্চাদের হলুদ রঙের গুরুত্ব, ফুল-ফলের গুণাগুণ শেখান। স্কুলের প্রধান শিক্ষিক সঞ্জয় কুমার মিশ্র বলেন, বাচ্চারা যেন ফুলের মতো কোমল ও সমাজে সৌন্দর্য ছড়িয়ে দেয়, সেই ভাবনাতেই এই আয়োজন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য