ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে নিয়োগে ওয়েটিং লিস্ট প্রকাশের দাবি চাকরিপ্রার্থীদের
আগরতলা, ২ মে (হি.স.) : ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে নিয়োগে ওয়েটিং লিস্ট প্রকাশ করার দাবি জানালেন চাকরিপ্রার্থীরা। তাদের বক্তব্য দীর্ঘ সময় ধরে চলা নিয়োগ প্রক্রিয়ায় মেরিট লিস্ট প্রকাশের পর দেখা গেছে এই সময়ের মধ্যে অনেকেই অন্য কোন দপ্তরে চাকরি পেয়
চাকরিপ্রার্থীরা


আগরতলা, ২ মে (হি.স.) : ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে নিয়োগে ওয়েটিং লিস্ট প্রকাশ করার দাবি জানালেন চাকরিপ্রার্থীরা। তাদের বক্তব্য দীর্ঘ সময় ধরে চলা নিয়োগ প্রক্রিয়ায় মেরিট লিস্ট প্রকাশের পর দেখা গেছে এই সময়ের মধ্যে অনেকেই অন্য কোন দপ্তরে চাকরি পেয়ে গেছেন।

২০২২ সালে ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে আবেদনপত্র আহ্বান করা হয়। এরপর শারীরিক, লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। অবশেষে দীর্ঘ তিন বছর বাদে ২০২৫ সালের ৩ এপ্রিল সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষার ফলাফল তথা মেরিট লিস্ট প্রকাশ করা হয়।

মেরিট লিস্ট প্রকাশের পর দেখা যায় অনেকেই এই সময়ের মধ্যে অন্য দপ্তরে চাকরি পেয়ে গেছেন। এই অবস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে ওয়েটিং লিস্ট প্রকাশের দাবি জানালেন চাকরিপ্রার্থীরা। শুক্রবার তারা রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে সমবেত হন। তাদের মধ্যে একজন জানান, পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই লিস্টের অনেকেই বিভিন্ন দপ্তরে চাকরি পেয়ে গেছেন। যারা অন্যত্র চাকরি পেয়ে গেছেন তারা সেই চাকরি ছেড়ে পুলিশের চাকরিতে যাবেন না। এই ক্ষেত্রে এই পদগুলি শূন্য থাকবে।

এই শূন্য পদ পূরণের জন্য ওয়েটিং লিস্ট প্রকাশের জন্য রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানান তারা। তাদের আরও আবেদন, মুখ্যমন্ত্রী যদি এই ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করেন তবে তাদের মত অনেক পরিবার বেঁচে যাবে। এদিন চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহা নির্দেশেকর নিকট সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হয়।

এদিন চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে আরও জানানো হয়, সম্প্রতি রাজ্য সরকার পুলিশের কনস্টেবল পদে আরও ৯১৬ টি পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে। এই ক্ষেত্রে বয়স যদি কিছুটা শিথিল করা হয় তবে তারা পুনরায় সেই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। বিষয়টি বিবেচনা করে দেখার জন্য রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট আবেদন জানান তারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande