গুয়াহাটি, ২০ মে (হি.স.) : জমা জলের তাণ্ডবে নাকাল মহানগরের নাগরিক জীবন। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে নাগরিকদের উদ্দেশ্যে জলাবদ্ধতা, যানজট এবং ভূমিধসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পরামর্শে নাগরিকদের খুব প্রয়োজন ছাড়া বাড়ি-ঘর থেকে বের না হতে অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়ার অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করে এই পরামর্শ দিয়েছেন ড. হিমন্তবিশ্ব শর্মা, বলা হয়েছে মুখ্যমন্ত্ৰীর কার্যালয় থেকে প্রেরিত বার্তায়।
এতে বলা হয়েছে, গতকাল মধ্যরাত থেকে মুষলধারায় বৃষ্টিপাত হয়েছে গোটা অসম জুড়ে। এই পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস জারি করে জনসাধারণকে সতর্ক থাকতে বলেছে ভারত আবহাওয়া বিভাগ (আইএমডি)।
আইএমডির জারিকৃত সতর্ক বার্তার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য কঠিন পরিস্থিতির জন্য জনগণকে প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পূর্বাভাস অনুযায়ী অসমের পশ্চিম এবং দক্ষিণ, উভয় অঞ্চলে আগামী দিনগুলিতে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। আইএমডির জারিকৃত সতর্ক বার্তার সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ওই অঞ্চলগুলির কিছু বিচ্ছিন্ন এলাকায় ২০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার জন্য বন্যা এবং ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, গতকাল মধ্যরাত থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮:৩০ পর্যন্ত কামরূপ মেট্রোপলিটনে ১১৫ মিমি এবং গুয়াহাটি এডব্লিউএস স্টেশনে সর্বোচ্চ ১১২.৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া কামরূপ (গ্ৰামীণ) জেলার মির্জা সার্কেল অফিসে ১১০ মিমি এবং আইএএসএসটি-কামরূপ সাইটে ১০০ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। চানডুবি, বকো, দক্ষিণগাঁও, পাঞ্জাবাড়ি, হেঙেরাবাড়ি সহ গুয়াহাটি মহানগরীর মতো অন্যান্য স্থানেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হওয়ায় প্রতিকূল আবহাওয়ার আভাস দিয়েছে আইএমডি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস