‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে অভিনন্দন যাত্রা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ অগ্নিমিত্রার
কলকাতা, ২০ মে (হি.স.): কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায়। সেই সফল অভিযানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে মঙ্গলবার কলকাতায় স্বামী বিবেকানন্দর পৈতৃক বাড়ি থেকে সিস্টার নিবেদিতার বাগবাজারের
বঙ্গীয় নারী শক্তি মিছিল


কলকাতা, ২০ মে (হি.স.): কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায়। সেই সফল অভিযানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে মঙ্গলবার কলকাতায় স্বামী বিবেকানন্দর পৈতৃক বাড়ি থেকে সিস্টার নিবেদিতার বাগবাজারের বাড়ি পর্যন্ত একটি ‘অভিনন্দন যাত্রা’র আয়োজন করে বঙ্গীয় নারীশক্তি। এই যাত্রায় বিশাল তিরঙ্গা হাতে অংশ নেন বহু মানুষ সহ কর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য নেত্রীরা। সেনা বাহিনীর জঙ্গি দমন অভিযানের ভূয়সী প্রশংসা করে তাঁরা জানান, ভারতীয় সেনা যেমন সাহসিকতার সঙ্গে কাশ্মীরে দেশের স্বার্থ রক্ষা করেছে, তেমনই সাধারণ মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং এই জাতীয় সাফল্যকে সম্মান জানানো। যাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানান। তাঁর অভিযোগ, “মুর্শিদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের পরে মুখ্যমন্ত্রী কোনও প্রতিনিধি দল পাঠাননি। অথচ কাশ্মীরে প্রতিনিধি দল পাঠাচ্ছেন। কেন এই দ্বিচারিতা?” তাঁর আরও অভিযোগ, “কাশ্মীরে যেহেতু একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি, তাই সেখানে সহানুভূতি দেখানো হচ্ছে। কিন্তু বাংলার সাধারণ মানুষের হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীর সেই আবেগ লক্ষ্য করা যায়নি।” সব মিলিয়ে, ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য যেমন জনমানসে গর্বের উদ্রেক করেছে, তেমনই রাজ্যের রাজনৈতিক মহলেও তা ঘিরে চড়ছে পারদ। মুখ্যমন্ত্রীর নীরবতা এবং বিজেপির প্রতিবাদ— দুইই এখন চর্চার কেন্দ্রে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande