বিশালগড় (ত্রিপুরা), ২০ মে (হি.স.) : রাবার চুরির সময় চোরকে আটক করতে না পারলেও তার একটি অটো আটক করে ভেঙ্গে চুরমার করে দেয় আমজনতা। পরবর্তী সময়ে মধুপুর থানার পুলিশ সেই অটো উদ্ধার করে নিয়ে যায় থানায়। যদিও অভিযুক্ত চোর রাজু সরকারকে গ্রেফতার করতে পারেনি মধুপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, কয়েক মাস যাবত সিপাহীজলা জেলার মধুপুর বাজার সহ মধুপুর জাম চৌমুহনী এলাকায় বিভিন্ন জায়গায় বারবার চুরি হচ্ছে। কিন্তু একটি চুরির ঘটনায়ও মধুপুর থানার পুলিশ কিংবা এলাকার জনগণ চোরের হদিশ পাচ্ছিল না। কয়েকদিন পূর্বেও মধুপুর জাম চৌমুহনী এলাকায় হরিপদ সাহার রাবারের দোকানে প্রচুর পরিমাণে রাবার চুরি করে নিয়ে গিয়েছিল একদল চোর। শেষ পর্যন্ত হরিপদ সাহা সিদ্ধান্ত নেন এখন থেকে রাতে প্রহরার ব্যবস্থা করবেন। যথারীতি কয়েকজন মিলে রাতে প্রহরা দিচ্ছিলেন।
সোমবার রাত আনুমানিক বারোটা নাগাদ টিআর০৭এ৩৩৬৯ নাম্বারের একটি অটো নিয়ে মধুপুর থানাধীন নোয়াবাড়ি এলাকার রাজু সরকার জাম চৌমুহনী এলাকার হরিপদ সাহার দোকানের পাশে আসে। ওই সময় রাজু সরকার গাড়িটি রেখে একটি মই নিয়ে ঘরের পেছন দিক দিয়ে ছাদের উপরে উঠে। উপর দিক দিয়ে একটি দরজা রয়েছে। সেই দরজাটি খুলে ঘরে প্রবেশের চেষ্টা করে।
এমন সময় প্রহরারত যুবকরা টের পেয়ে ছুটে আসে। কিন্তু রাজু সরকার ছাদের উপর থেকে ইট দিয়ে যুবকদের উপর আঘাত করতে থাকে। যার পরিপ্রেক্ষিতে কয়েকজন আহত হয়। কিন্তু রাতের অন্ধকারে ছাদের উপর থেকে চতুর্দিকে ইট নিক্ষেপ করে লাফ দিয়ে নিচে পড়ে সেখান থেকে পালিয়ে যায় রাজু সরকার। যুবকদের চিৎকারে এলাকার জনগণ এগিয়ে আসে। রাজু সরকারকে না পেয়ে উত্তেজিত জনতা তার গাড়িটি ভেঙ্গে চুরমার করে দেয়।
এদিকে মঙ্গলবার দুপুরে হরিপদ সাহা মধুপুর থানায় রাজু সরকারের ল বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন। পুলিশ রাজুর সন্ধানে তৎপর রয়েছে। কিন্তু গ্রেফতার করতে পারেনি। হরিপদ সাহার পরিবারের অভিযোগ একটি গ্যাং রয়েছে। রাজু সরকারকে গ্রেফতার করতে পারলে অন্যদের গ্রেফতার করা সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ