এখন মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি নিশ্চিত করা হচ্ছে : মন্ত্রী বিকাশ
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২০ মে (হি.স.) : ত্রিপুরা পুলিশের চাকরি পেয়ে খুশির আবেগে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা প্রীতিকা রায় সাক্ষাৎ করেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে। স্থানীয় বিজেপি মণ্ডল কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ঘিরে এক আনন্দ
মন্ত্রী বিকাশ দেববর্মা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২০ মে (হি.স.) : ত্রিপুরা পুলিশের চাকরি পেয়ে খুশির আবেগে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা প্রীতিকা রায় সাক্ষাৎ করেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে। স্থানীয় বিজেপি মণ্ডল কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ঘিরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

চাকরি পাওয়ার পর প্রীতিকা রায় জানান, ‘‘আমি বর্তমান ত্রিপুরা সরকারের প্রতি কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে সরকার সত্যিই মেধা ও যোগ্যতাকে সম্মান জানাচ্ছে। আজ আমি তারই প্রমাণ।’’ এই প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, ‘‘বিগত সরকারের সময় চাকরি পাওয়ার মানদণ্ড ছিল রাজনৈতিক সম্পর্ক। মেধা থাকলেও নেতা-মন্ত্রিদের ছত্রছায়ায় না থাকলে চাকরি পাওয়া প্রায় অসম্ভব ছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার সেই ধারা বদলে দিয়েছে। এখন মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি নিশ্চিত করা হচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘যুব সমাজের ভরসা এবং স্বচ্ছ প্রশাসনই আমাদের সরকারের মূল লক্ষ্য। প্রীতিকার মতো অনেক মেধাবী তরুণ-তরুণী আজ সেই সুযোগ পাচ্ছে।’’ প্রীতিকা রায়ের এই সফলতা শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন নয়, এটি বর্তমান সরকারের ন্যায়নীতি ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রতিফলন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande