অপারেশন সিঁদুর সফল হওয়ায় কাঁঠালিয়ায় তিরঙ্গা র‌্যালি
বক্সনগর (ত্রিপুরা), ২০ মে (হি.স.) : মঙ্গলবার বিকেলে সিপাহীজলা জেলার কাঠালিয়ার আকাশ যখন গুমোট মেঘে ঢেকে আছে, মাঝেমধ্যে ঝড়-বৃষ্টি চলছে ঠিক তখনই ধনপুর বিধানসভার অন্তর্গত কাঁঠালিয়া বাজার এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের জন্ম দিলেন দেশপ্রেমিক মানুষের ঢল।
তিরঙ্গা রেলি


বক্সনগর (ত্রিপুরা), ২০ মে (হি.স.) : মঙ্গলবার বিকেলে সিপাহীজলা জেলার কাঠালিয়ার আকাশ যখন গুমোট মেঘে ঢেকে আছে, মাঝেমধ্যে ঝড়-বৃষ্টি চলছে ঠিক তখনই ধনপুর বিধানসভার অন্তর্গত কাঁঠালিয়া বাজার এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের জন্ম দিলেন দেশপ্রেমিক মানুষের ঢল। ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও বীরত্বকে সম্মান জানিয়ে আয়োজিত হল তিরঙ্গা র‌্যালি, যা প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে বাইপাস সড়ক ধরে এগিয়ে যায়।

এই তিরঙ্গা র‌্যালির নেতৃত্বে ছিলেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ। তাঁর সাথে উপস্থিত ছিলেন ধনপুর বিজেপি মণ্ডলের সভাপতি বিপুল মজুমদার, বিজেপির সিপাহীজলা জেলার দক্ষিণাঞ্চল কমিটির সম্পাদক বিশ্বজিৎ ভৌমিক, রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া এবং কাঁঠালিয়ার বিজেপি নেতৃত্বের অন্যতম মুখ রতন দেবনাথসহ আরও অনেকে।

র‌্যালিতে অংশগ্রহণ করে প্রায় তিন সহস্রাধিক নারী-পুরুষ, যাঁদের মধ্যে অনেকেই ছিলেন সাধারণ মানুষ—দলমত নির্বিশেষে। লক্ষণীয় বিষয় হচ্ছে, যদিও এই কর্মসূচিটি মূলত বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয়, তবে এটি একটি সর্বজনীন দেশপ্রেমের প্ল্যাটফর্মে রূপ নিয়েছিল। বৃষ্টিকে উপেক্ষা করে, জাতীয় পতাকা হাতে সাধারণ মানুষ যেমন অংশগ্রহণ করেছেন, তেমনই তাঁদের কণ্ঠে উচ্চারিত হয়েছে গর্জন তোলা স্লোগান—পাকিস্তান নিপাত যাক।

এই কর্মসূচির মূল প্রেক্ষাপট ছিল সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগামে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের হামলায় নিরীহ পর্যটকদের নির্মম হত্যাকাণ্ড। এরই জবাবে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর-এর সফল বাস্তবায়নের মাধ্যমে দেশকে রক্ষা করায় সেনার প্রতি কৃতজ্ঞতা জানানোর এই কর্মসূচি। বিধায়ক বিন্দু দেবনাথ বলেন,“যদি কেউ ভারতের দিকে আঙুল তোলে, তবে ভারতীয় সেনা তার জবাব ঠিক এই ভাবেই দেবে।” তাঁর কথায়, সেনার বীরত্ব ও দেশরক্ষার মানসিকতাই আমাদের গর্ব।

র‌্যালির প্রতি মুহূর্তেই দেশপ্রেমে ভরপুর আবহ ছিল। মানুষ যেমন বৃষ্টিতে ভিজেছে, তেমনি তাদের মুখে ছিল আত্মবিশ্বাসের হাসি। কাঁঠালিয়াবাসী বলছেন, সাম্প্রতিক সময়ে এমন বিশাল ও প্রাণবন্ত লোকসমাগম এই অঞ্চলে দেখা যায়নি। এই দিনটি প্রমাণ করল—দেশের যেকোন সংকটে সাধারণ মানুষও সেনার পাশে আছে। বৃষ্টি নয়, দেশপ্রেম জয়ী হল কাঁঠালিয়ার রাস্তায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande