বাঁকুড়ায় বজ্রঘাতে নাবালিকার মৃত্যু, আহত বাবা
বাঁকুড়া, ২০ মে (হি.স.): বজ্রঘাতে মৃত্যু হল ১২ বছরের এক নাবালিকা, প্রিয়া গড়াইয়ের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের পার্শলা গ্রাম পঞ্চায়েতের পচাপাথর গ্রামে সোমবার রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের ঝড়-বৃষ্টির সময় প্রিয়া গড়াই তার বাবা প্রশান্ত
বাঁকুড়ায় বজ্রঘাতে নাবালিকার মৃত্যু, আহত বাবা


বাঁকুড়া, ২০ মে (হি.স.): বজ্রঘাতে মৃত্যু হল ১২ বছরের এক নাবালিকা, প্রিয়া গড়াইয়ের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের পার্শলা গ্রাম পঞ্চায়েতের পচাপাথর গ্রামে সোমবার রাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের ঝড়-বৃষ্টির সময় প্রিয়া গড়াই তার বাবা প্রশান্ত গড়াই এবং শ্যালকের ছেলেকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রবল বজ্রপাত হলে তারা তিনজনেই তীব্র শক অনুভব করেন। বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রিয়াকে সঙ্গে সঙ্গে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত প্রশান্ত গড়াই এখনও চিকিৎসাধীন। তিনি পেশায় ভ্যানচালক।

প্রশান্তবাবু জানিয়েছেন, “ঝড়বৃষ্টির মধ্যেই আমরা সিমলাপাল থেকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়, আর আমরা শক খাই। জ্ঞান হারাই। জ্ঞান ফিরলে দেখি, মেয়ে আর সাড়া দিচ্ছে না।”

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande