বিহারে বজ্রাঘাতে নিহত কিশোরী
আরারিয়া, ২০ মে (হি.স.) : বিহারের আরারিয়া জেলাতে বজ্রাঘাতে নিহত এক কিশোরী। ঘটনাটি ঘটেছে , ফরবিসগঞ্জ থানার অন্তর্গত ভাগকোহলিয়া পঞ্চায়েতের নবাটোলায়। নিহত কিশোরীর নাম সাক্ষী কুমারী (১২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে গবাদি পশু
বিহারে বজ্রাঘাতে নিহত কিশোরী


আরারিয়া, ২০ মে (হি.স.) : বিহারের আরারিয়া জেলাতে বজ্রাঘাতে নিহত এক কিশোরী। ঘটনাটি ঘটেছে , ফরবিসগঞ্জ থানার অন্তর্গত ভাগকোহলিয়া পঞ্চায়েতের নবাটোলায়। নিহত কিশোরীর নাম সাক্ষী কুমারী (১২)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে গবাদি পশু ঘরে আনার সময়ে টিনের ঘরে আচমকায় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সঙ্গে থাকা গবাদি পশুও মারা যায়। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবি জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande