ত্রিপুরায় পুষ্পবন্ত প্যালেসে হোটেল নির্মাণে লিজ এগ্রিমেন্ট স্বাক্ষরিত
আগরতলা, ২০ মে (হি.স.) : তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল স্থাপনের লক্ষ্যে মঙ্গলবার টাটা গ্রুপের ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড এবং ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মধ্যে লিজ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কন
লিজ এগ্রিমেন্ট


আগরতলা, ২০ মে (হি.স.) : তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল স্থাপনের লক্ষ্যে মঙ্গলবার টাটা গ্রুপের ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড এবং ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মধ্যে লিজ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে রাজ্যে পর্যটন শিল্পের উন্নয়নের ধারাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই লিজ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়।

এই লিজ এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, পর্যটন দপ্তরের সচিব ইউ. কে. চাকমা, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি, মুখ্যমন্ত্রীর ও.এস.ডি. পরমানন্দ সরকার ব্যানার্জি, ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেডের এরিয়া ডিরেক্টর অ্যান্ড জেনারেল ম্যানেজার জয়ন্ত দাস প্রমুখ।

লিজ এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, টাটা গ্রুপের কোনও হোটেল স্থাপনে এই প্রথম কোনও রাজ্য সরকারের সাথে টাটা গ্রুপের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড পুরাতন রাজভবন পুষ্পবন্ত প্যালেসের ৭.৭৮ একর এলাকা জুড়ে হোটেল নির্মাণের কাজ শুরু করবে। হোটেলটিতে রাজন্য আদলের ১০০টি রুম থাকবে। ৪টি এক্সক্লুসিভ রুম নির্মাণ করা হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পর্যটকদের রাজকীয় অভিজ্ঞতা নেওয়ার জন্য কয়েকটি সিগন্যাচার স্যুইট রুমও থাকবে। একেকটি রুমের আয়তন হবে ৪০ বর্গমিটার। এছাড়া থাকবে ওয়েলনেস এলাকা, সুইমিং পুল, বাচ্চাদের জন্য ক্লাব, ফিটনেস সেন্টার, ব্যাঙ্কোয়েট হল ইত্যাদি। ৬০০ বর্গমিটার জুড়ে কনভেনশন হল, ব্রেকআউট রুমস ইত্যাদিও নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফলে পুষ্পবস্ত প্যালেসটি সঠিকভাবে পরিচর্যা এবং পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকবে। টাটা গ্রুপের হোটেল হওয়ার ফলে তাদের চেইনের মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকরাও রাজ্যে আসবেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande