বিশালগড় (ত্রিপুরা), ২০ মে (হি.স.) : সামাজিক মাধ্যমে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে মোবাইল বিক্রি করতে এসেছিল আগরতলার রাহুল দাস নামে এক যুবক। তাকে সিপাহীজলা জেলার বিশালগড়ের গোকুলনগর টিএসআর প্রথম বাহিনীর প্রধান কার্যালয়ের সামনে ডেকে নিয়ে গিয়ে পিস্তল দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করা হয়।
বিশালগড় থানার অফিসার ইনচার্জ সঞ্জিত সেন জানান, ঘটনা জানিয়ে বিশালগড় থানায় রাহুল দাস মামলা রুজু করেন। রাহুল দাসের লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে বিশালগড় থানা এবং তদন্তক্রমে অভিযুক্তদের জালে তুলতেও সক্ষম হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও যাদের নাম উঠে এসেছে তাদেরকেও অতিসত্বর গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ