মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত ও বিধানসভার অধ্যক্ষের মধ্যে সৌজন্য সাক্ষাৎকার
কলকাতা, ২৩ মে (হি.স.): মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সৌজন্য সাক্ষাৎকার বলে অভিহিত করা হয়েছে উভয় তরফেই। এদিন স্বল্প সময়ের এই সাক্ষাৎকা
বিধানসভায় অধ্যক্ষের চেম্বারে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত


কলকাতা, ২৩ মে (হি.স.): মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সৌজন্য সাক্ষাৎকার বলে অভিহিত করা হয়েছে উভয় তরফেই। এদিন স্বল্প সময়ের এই সাক্ষাৎকারের পর মধ্যাহ্নভোজনের পর্ব ছিল। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের তাঁকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিয়েছেন রীতি মেনেই। এরপর স্মারক উপহার প্রদান করা হয়েছে। এর পাল্টা মঙ্গোলিয়ার তরফেও গানবোল্ড ডামবাজাভ সেদেশের বিশেষ গ্রন্থ উপহার হিসেবে অধ্যক্ষের হাতে তুলে দিয়েছেন। রাজধানী দিল্লি থেকে ঝটিকা সফরে কলকাতায় আগমন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande