পুঞ্চ, ২৩ মে (হি.স.): পাকিস্তানের গোলাবর্ষণে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক এলাকা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ-এ যাবেন। সেখানে তিনি সাম্প্রতিককালে পাকিস্তানের গোলাবর্ষণে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করবেন। এই বিষয়টি নিশ্চিত করে শুক্রবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, হ্যাঁ, তিনি (রাহুল গান্ধী) পুঞ্চ সফর করবেন। তিনি সেখানকার মানুষের সাথে দেখা করবেন এবং তাঁর সহানুভূতি প্রকাশ করবেন।
উল্লেখ্য, শুক্রবার এক্স পোস্টে রাহুলের পুঞ্চ সফর নিয়ে জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, এর আগে রাহুল গান্ধী ২৫ এপ্রিল শ্রীনগর সফর করেছিলেন। তিনি পহেলগামে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় আহত ব্যক্তিদের সাথে দেখা করেছিলেন। তিনি উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সাথেও দেখা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ