কলকাতা পুরসভার তরফে সপ্তাহব্যাপী বিশেষ সাফাই অভিযান ঘোষণা
কলকাতা, ২৩মে (হি. স.) : নগর কলকাতার যে সমস্ত অঞ্চলে আবর্জনা রয়েছে তা সাফাই করার জন্য কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ। মেয়র ফিরহাদ হাকিম এই বার্তা দিয়েছেন। আগামী ২৮ তারিখ থেকে পরের মাসের ৩ তারিখ পর্যন্ত চলবে এই অভিযান। জঞ্জাল সাফাই অভিযানের এই উদ্দেশ্য
কলকাতা পুরসভার তরফে সপ্তাহব্যাপী বিশেষ সাফাই অভিযান ঘোষণা


কলকাতা, ২৩মে (হি. স.) : নগর কলকাতার যে সমস্ত অঞ্চলে আবর্জনা রয়েছে তা সাফাই করার জন্য কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ। মেয়র ফিরহাদ হাকিম এই বার্তা দিয়েছেন। আগামী ২৮ তারিখ থেকে পরের মাসের ৩ তারিখ পর্যন্ত চলবে এই অভিযান। জঞ্জাল সাফাই অভিযানের এই উদ্দেশ্য ব্যাখা করতে গিয়ে মেয়র - 'টক টু মেয়র' নাগরিক পরিষেবা নিয়ে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানেও এই ইঙ্গিত দিয়েছেন তিনি। মেয়র স্পষ্ট করেছেন, অবিলম্বে স্তূপাকার জঞ্জাল সরাতে হবে। কোথাও যেন আবর্জনার জন্য কালো দাগ না পড়ে। শহর জুড়ে যে সমস্ত এলাকায় আবর্জনার পাহাড় জমে রয়েছে দ্রুত তা চিহ্নিত করা হবে। সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছ' টা পর্যন্ত তা চলবে। এই জন্য হোয়াটস আ্যপ নম্বর ও দিয়েছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। উল্লেখ্য, ৯০৭৩৩-৬৭৮৮৩ এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন শহরের নাগরিকরা। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে আগামী ৭দিন ধরে কলকাতা শহর জুড়ে সাফাই অভিযান ধারাবাহিকভাবে চলবে। ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসের আগে এই অঙ্গীকার কলকাতা পুরসভার ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande