অধ্যাপক বদলির প্রতিবাদে সাব্রুমে জাতীয় সড়ক অবরোধ কলেজ পড়ুয়াদের
সাব্রুম (ত্রিপুরা), ২৩ মে (হি.স.) : শুক্রবার দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে মাইকেল মধুসূদন দত্ত কলেজের শিক্ষা বিজ্ঞান বিভাগের একমাত্র ল অধ্যাপককে অন্যত্র বদলির ঘটনাকে কেন্দ্র করে হয় জাতীয় সড়ক অবরোধ। ছাত্রছাত্রীরা সাব্রুম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ
অবরোধ আন্দোলন


সাব্রুম (ত্রিপুরা), ২৩ মে (হি.স.) : শুক্রবার দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে মাইকেল মধুসূদন দত্ত কলেজের শিক্ষা বিজ্ঞান বিভাগের একমাত্র ল অধ্যাপককে অন্যত্র বদলির ঘটনাকে কেন্দ্র করে হয় জাতীয় সড়ক অবরোধ। ছাত্রছাত্রীরা সাব্রুম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।

কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে কলেজে প্রায় ১৫০০ জনেরও বেশি ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। অথচ, প্রতিটি বিষয়ে রয়েছে মাত্র একজন করে অধ্যাপক। দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রীরা কলেজে প্রয়োজনীয় সংখ্যক অধ্যাপক নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সেই দাবি উপেক্ষা করে এবার উল্টো শিক্ষা বিজ্ঞান বিষয়ের একমাত্র অধ্যাপককে অন্য কলেজে বদলি করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন ছাত্রছাত্রীরা।

অধ্যাপক বদলির প্রতিবাদে কলেজের মূল ফটকের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীদের একটি বড় অংশ। ফলে ব্যাহত হয় সড়ক যোগাযোগ। অবরোধ চলাকালীন শিক্ষার্থীরা স্লোগান তুলে জানায়, “শিক্ষা অধিকার, শিক্ষক চাই,” এবং “বিকল্প শিক্ষক ছাড়া বদলি নয়।”

এ বিষয়ে এক ছাত্র প্রতিনিধি জানান, “কলেজে যেখানে প্রয়োজনের তুলনায় অনেক কম শিক্ষক রয়েছেন, সেখানে একজন অধ্যাপককে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। আমরা কোনওভাবেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। বিকল্প অধ্যাপক না দিয়ে বদলি মানা সম্ভব নয়।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande