পুঞ্চ, ২৩ মে (হি.স.): পাকিস্তানের গোলাবর্ষণে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক এলাকা। তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছন। শুক্রবার তাঁরা গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত পুঞ্চে যান। কঠিন সময়ে কাশ্মীরের মানুষের পাশে থাকায় তৃণমূলকে ধন্যবাদ জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, আমাদের কঠিন সময়ে পাশে থাকার জন্য তৃণমূল কংগ্রেস প্রথম এমন উদ্যোগ নিয়েছে। এর জন্য আমি তৃণমূলকে ধন্যবাদ জানাবো। তৃণমূলের পাঁচ সদস্যের দল পুঞ্চ ও রাজৌরি পরিদর্শনে এসেছেন। সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দিয়েছেন। ওঁরা জম্মু-তেও যাবেন। এটা খুব ভাল উদ্যোগে যে ওরা এখান এসে মানুষের কথা শুনছেন। এমন কঠিন সময়ে কিছু মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন এটা জেনে ভাল লাগছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ