বিলোনিয়া (ত্রিপুরা), ২৩ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত ধনঞ্জয় নগর এডিসি ভিলেজে প্রকৃতির কোলে অবস্থিত এক অপরূপ সুন্দর ঝর্ণা। দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত বহু মানুষ আসেন এই ঝর্ণার সৌন্দর্য দেখতে। কিন্তু যাওয়ার তিন কিলোমিটার রাস্তা ভীষণ খারাপ। অনেকটা চড়াই উৎরাই পেরিয়ে যেতে হয়। রাস্তাটির অতিসত্বর সংস্কার করার দাবি উঠেছে এলাকার সাধারণ নাগরিক এবং যুবদের পক্ষ থেকে।
এই পর্যটন কেন্দ্রটির যদি উন্নয়ন করা হয় তাহলে স্থানীয় লোকজনের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে আশা ব্যক্ত করেন এলাকাবাসীরা। ঋষ্যমুখ ব্লকের শাসক দলের যুবনেতা সুবিন ত্রিপুরা সহ অন্যান্য যুবকরা দাবি করছেন মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসন এই পর্যটন কেন্দ্রটির দিকে নজর দিক। তাছাড়া পর্যটন দপ্তরের আর্থিক সহায়তায় রাস্তা সহ ঝর্ণা সংস্কার এবং পর্যটকদের মনোরঞ্জন কথা মাথায় রেখে পানীয় জল, শৌচালয় এবং একটি রিসোর্ট তৈরি করার জন্য ব্যবস্থা গ্রহণের আর্জি জানান স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ