খটখটি (কারবি আংলং, অসম), ২৪ মে (হি.স.) : কারবি আংলং জেলার খটখটি এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার মাদক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
খটখটি থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘মণিপুর থেকে উত্তরপ্রদেশগামী একটি ট্রাককে এলাকার চেকপয়েন্টে আটক করা হয়। ট্রাকে তালাশি চালিয়ে একটি গোপন চেম্বারে লুকনো সাতটি প্যাকেটে প্রায় পাঁচ কোটি টাকার ৪.৮৯৯ কেজি মরফিন উদ্ধার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস