লখনউ, ২৪ মে (হি.স.): ফের একবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রের পাশে দাঁড়ালো সমাজবাদী পার্টি। উত্তর প্রদেশর লখনউ–তে সমাজবাদী পার্টির মুখপাত্র ফখরুল হাসান চাঁদ বলেছেন, সমাজবাদী পার্টি আগেও সর্বদলীয় বৈঠকে বলেছিল যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকার দেশের স্বার্থে যে সিদ্ধান্তই নেবে, সমাজবাদী পার্টি সরকারের পাশে থাকবে।
তিনি এও বলেন, আমাদের দল সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে কুর্নিশ করে। আবার যদি পাকিস্তান ভারতের বিরুদ্ধে এমন কিছু করার সাহস দেখায়, তাহলে আমাদের সেনাবাহিনী কঠোর এবং উপযুক্ত জবাব দেবে। দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই নেবে, সমাজবাদী পার্টি তাকে পূর্ণ সমর্থন করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন