নয়াদিল্লি, ২৪ মে (হি.স.): “অপরিসীম দেশপ্রেম, নির্ভীকতা এবং সাহসের প্রতীক কর্তার সিং সারাভা জি।” শনিবার এক্সবার্তায় এভাবেই তাঁকে শ্রদ্ধা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু শনিবার লিখেছেন, “মাতৃভূমি ও বিদেশের মাটিতে ভারতমাতার স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। সর্দার ভগত সিং সহ অসংখ্য বিপ্লবীর অনুপ্রেরণার উৎস, সারাভা জির আত্মত্যাগের স্ফুলিঙ্গ, দেশজুড়ে স্বাধীনতা আন্দোলনকে একটি মহান সংগ্রামে পরিণত করেছিল। গদর পার্টি প্রতিষ্ঠার মাধ্যমে যুবসমাজকে প্রথমে জাতির জন্য সংগঠিত করেছিলেন, সারাভা জির জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি।”
প্রসঙ্গত, কর্তার সিং সারাভা (মে ২৪, ১৮৯৬–নভেম্বর ১৬, ১৯১৫) ছিলেন ভারতে ব্রিটিশবিরোধী স্বাধীনতাকামী আন্দোলনের এক অগ্রগণ্য বিপ্লবী নেতা। তিনি ১৯১২ সালের জুলাই মাসে সান ফ্রান্সিসকোতে যান।
১৫ বছর বয়সে গদর পার্টির সদস্য হন এরপর তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই শুরু করেন। তিনি ছিলেন আন্দোলনের অন্যতম সক্রিয় সদস্য। ১৬ নভেম্বর ১৯১৫ সালে লাহোর সেন্ট্রাল জেলে, মাত্র ১৯ বছর বয়সে লাহোর ষড়যন্ত্র মামলায় তাঁর ফাঁসি হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত