কলকাতা, ২৪ মে (হি.স.): ছাতু বিক্রেতার উপর ব্লেড দিয়ে হামলা চালানোর অভিযোগ রিকশা চালকের বিরুদ্ধে। শনিবার কলকাতার এজেসি বোস রোডের ঘটনা। আহত হয়েছে ছাতু বিক্রেতা সিকন্দর প্রসাদ আগরওয়াল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গলায় গভীর ক্ষত রয়েছে।
জানা গেছে, এদিন ছাতু বিক্রেতা সিকন্দরের কাছ থেকে ১০ টাকার ছাতু খায় রিকশা চালক রাজু। অভিযোগ, সেই ছাতুর দাম না মিটিয়েই চলে যায় রাজু। টাকার জন্য সিকন্দর তার পিছনে এলে তার গলায় ব্লেড চালিয়ে দেয় রাজু। পুলিশ তদন্ত শুরু করেছে। মাত্র ১০ টাকার জন্য ব্লেড দিয়ে হামলার অভিযোগ ওঠায় আশ্চর্য ও আতঙ্কিত অনেকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ