নয়াদিল্লি, ৩ মে (হি.স.): রাজধানী দিল্লিতে পার্ক থেকে উদ্ধার হল এক নাবালিকার ঝুলন্ত দেহ। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার প্রশান্ত বিহার থানায় খবর আসে, জাপানি পার্কে একটি অজ্ঞাত কিশোরীর দেহ গাছে ঝুলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, মেয়েটি তাঁরই ওড়নায় ফাঁস দিয়ে গাছে ঝুলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। ঘটনাস্থলে ক্রাইম ব্রাঞ্চ এবং ফরেনসিক দলকে ডাকা হয়। মৃত নাবালিকার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ