পঞ্চায়েত নির্বাচন : আগামীকাল রবিবার শ্রীভূমি জেলার আটটি কেন্দ্রে পুনর্ভোট
শ্রীভূমি (অসম), ৩ মে (হি.স.) : গতকাল ২ মে অনুষ্ঠিত প্ৰথম দফার পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলার আটটি ভোটকেন্দ্রে সংঘটিত কিছু অবাঞ্ছিত ঘটনার জন্য অসম রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আটটি কেন্দ্রের ভোট বাতিল করেছে। ওই আটটি ভোটকেন্দ্রে আগামীকাল ৪ মে রবি
পঞ্চায়েত নির্বাচন : আগামীকাল রবিবার শ্রীভূমি জেলার আটটি কেন্দ্রে পুনর্ভোট


শ্রীভূমি (অসম), ৩ মে (হি.স.) : গতকাল ২ মে অনুষ্ঠিত প্ৰথম দফার পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলার আটটি ভোটকেন্দ্রে সংঘটিত কিছু অবাঞ্ছিত ঘটনার জন্য অসম রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আটটি কেন্দ্রের ভোট বাতিল করেছে। ওই আটটি ভোটকেন্দ্রে আগামীকাল ৪ মে রবিবার সকাল ৭:৩০টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত পুনরায় ভোটগ্রহণ করা হবে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন শ্রীভূমির জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী।

বিজ্ঞপ্তি অনুযায়ী যে আটটি কেন্দ্রে পুনৰ্ভোট হবে সেগুলি যথাক্ৰমে ৩ শ্রীগৌরী জেলা পরিষদ আসনের ৮০ বাঘবাড়ি পিরেরচক গ্ৰাম পঞ্চায়েতের ৮০(৯) ৮০৮ নম্বর তিনঘরি এলপি স্কুল, ৮০(৬) ৫০৪ নম্বর কামারগ্ৰাম বিবেকানন্দ এলপি স্কুল; ৮০(৬ক) কামারগ্ৰাম এমই স্কুল; ১৫ নম্বর নিলামবাজার জেলা পরিষদ আসনের ৭০ গান্ধাই ব্রাহ্মণশাসন গ্রাম পঞ্চায়েতের ৭০(৫) ১২৮৩ নম্বর চাঁদকানি এলপি স্কুল; একই জেলা পরিষদ আসনের ৮৩ বারইগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের ৮৩(৩) জাফরগড় এক্সটেন্ডেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (কক্ষ নম্বর ১); ১৬ টিলাবাড়ি বান্দরকোণা জেলা পরিষদ আসনের ৮৫ ধলছড়া গ্ৰাম পঞ্চায়েতের ৮৫(১) টুকেরবাজার উচ্চ বিদ্যালয় (কক্ষ নম্বর ৩); ৮৫(৫) ১৩৮১ নম্বর চৌধুরী টিলা এলপি স্কুল এবং একই জেলা পরিষদ আসনের ৮৯ জুড়বাড়ি কাবাড়িবন্দ গ্রাম পঞ্চায়েতের ৮৯(১০) ১০৩৫ নম্বর খাসেরগ্ৰাম এলপি স্কুল।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande