ঝড়-বৃষ্টিতে স্বস্তি দক্ষিণবঙ্গে, নূন্যতম তাপমাত্রা স্বাভাবিকের নীচেই
কলকাতা, ৪ মে (হি.স.): দক্ষিণ ও উত্তরবঙ্গে আগামী ৬ মে পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি। প্রায় সব জেলাতেই আপাতত ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারা সপ্তাহ ধরেই কমবেশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। রবিবার কলকাতার সর্
পারদ-পতনে শীতের আমেজ দক্ষিণবঙ্গে, জাঁকিয়ে ঠান্ডা উধাওই


কলকাতা, ৪ মে (হি.স.): দক্ষিণ ও উত্তরবঙ্গে আগামী ৬ মে পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি। প্রায় সব জেলাতেই আপাতত ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারা সপ্তাহ ধরেই কমবেশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টি প্রত্যাশিত। এরপর ৫ মে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বৃষ্টি হবে। ৬ মে-ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি ও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ঝড়-বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande