আগরতলা, ৩ মে (হি.স.) : ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিরোধীদের সৃষ্টি করা বিভ্রান্তি জনগণের মন থেকে দূর করতে জনজাগরণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে বিজেপির জনজাতি মোর্চা। শনিবার আগরতলা শহরের দশরথ দেব ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, জনজাতি সংরক্ষিত আসনের বিধায়ক, এমডিসি সহ অন্যান্যরা।
সংসদে সাম্প্রতিক বাজেট অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল ধ্বনি ভোটে পাস হয়। রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর বিলটি আইনে পরিণত হয়। এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রতিবাদ কর্মসূচি পালন করছে। তাতে বিভ্রান্ত হচ্ছেন জনগণ। এই বিভ্রান্তি দূর করার লক্ষ্যে শনিবার বিজেপির জনজাতি মোর্চা জনজাগরণ কর্মসূচির আয়োজন করে রাজধানীর দশরথ দেব ভবনে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিরোধীরা উল্টোপাল্টা বকে চলছে। এতে বিভ্রান্ত হচ্ছেন জনগণ। জনগণের মন থেকে এই বিভ্রান্তি দূর করতে বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিন প্রদেশ বিজেপি সভাপতি আরও জানান, ওয়াকফ সংশোধনী আইনে গরিব অংশের জনগণের জন্য কি কি সুবিধা রয়েছে সেই বিষয়টি সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ