উত্তর প্রদেশে বাস দুর্ঘটনা, মৃত চালক, গুরুতর আহত আরও ২৭ জন
লখনউ, ৪ মে (হি.স.): রবিবার সকালে উত্তরপ্রদেশের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টাইলস বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাসচালক হরেন্দ্র সিং। আহত হয়েছেন বাসে থাকা অন্তত ২৭ জন যাত্রী।
দুর্ঘটনায়


লখনউ, ৪ মে (হি.স.): রবিবার সকালে উত্তরপ্রদেশের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টাইলস বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাসচালক হরেন্দ্র সিং। আহত হয়েছেন বাসে থাকা অন্তত ২৭ জন যাত্রী। যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

এক পুলিশ আধিকারিক জানান, দিল্লি থেকে গোরক্ষপুরগামী যাত্রিবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। মৃত চালকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande