মুর্শিদাবাদ, ৪ মে (হি.স.): মুর্শিদাবাদের কান্দিতে একটি চার চাকা গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন একটি শিশু-সহ ৪ জন। রবিবার কান্দি-সালার রাজ্য সড়কের ভরতপুর থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার ভরতপুর থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকায় একটি গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ