নেপালে পালানোর আগেই গ্রেফতার ৬ মায়ানমারের বাসিন্দা
শিলিগুড়ি, ৪ মে (হি.স.): ভারত থেকে নেপালে পালানোর আগেই ৬ মায়ানমারের নাগরিককে গ্রেফতার করলো সশস্ত্র সীমা বল (এসএসবি)। শিলিগুড়ির খোরিবাড়ির পানিট্যাঙ্কি সীমান্ত এলাকা থেকে তাদের ধরে এসএসবি জওয়ানরা। এসএসবি সূত্রে জানা গেছে, শনিবার নেপালে যাওয়ার সময়
নেপালে পালানোর আগেই গ্রেফতার ৬ মায়ানমারের বাসিন্দা


শিলিগুড়ি, ৪ মে (হি.স.): ভারত থেকে নেপালে পালানোর আগেই ৬ মায়ানমারের নাগরিককে গ্রেফতার করলো সশস্ত্র সীমা বল (এসএসবি)। শিলিগুড়ির খোরিবাড়ির পানিট্যাঙ্কি সীমান্ত এলাকা থেকে তাদের ধরে এসএসবি জওয়ানরা।

এসএসবি সূত্রে জানা গেছে, শনিবার নেপালে যাওয়ার সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে এসএসবি জওয়ানরা। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনের সম্পর্কে জানা যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা মায়ানমারের বাসিন্দা। ভারতে প্রবেশের পর দিল্লিতে অবৈধভাবে আধার কার্ড তৈরি করা হয়েছিল। অভিযুক্তদের কাছে কোনও বৈধ পাসপোর্ট বা ভিসা না থাকায় গ্রেফতার করা হয় তাদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande