কলকাতা, ৪ মে (হি.স.): রবিবার বিকেলে বেহালার একটি আবাসনে আগুন লাগে। জানা গিয়েছে, আবাসনের চার তলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে।
জানা গেছে, আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। আবাসনের ভেতর থেকে বাসিন্দাদের বের করে নিয়ে আসা হয়। তবে কী করে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ