নয়াদিল্লি, ৪ মে (হি.স.): দিল্লির জনগণের জন্য দিনরাত কাজ করছে দিল্লি সরকার, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। রবিবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, দিল্লি সরকার দিল্লির জনগণের জন্য ২৪X৭ কাজ করছে। আবহাওয়া, রাস্তাঘাট অথবা গর্তের কারণে দিল্লির জনগণ যে সমস্যার সম্মুখীন হোক না কেন, আমরা প্রতিটি ক্ষেত্রেই কাজ করব। আমাদের ২৭ বছরের জমে থাকা জলাবদ্ধতা দূর করতে হবে। দিল্লিতে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত হয়েছে, কিন্তু জলাবদ্ধতার পরিস্থিতি উন্নত করতে আমাদের এক ঘণ্টা সময় লেগেছে। গতকাল মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়করা দিল্লির জনগণের জন্য রাস্তায় ছিলেন। রবিবার হোক অথবা সোমবার, সচিবালয় প্রতিদিন খোলা থাকে এবং এখানে কাজ করা হয়।
'মেডিকো-আইনি পরীক্ষা এবং পোস্টমর্টেম রিপোর্ট' ওয়েব পোর্টাল প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, কেন্দ্রীয় সরকার যে তিনটি আইন এনেছে, তার মধ্যে একটি প্রধান বিষয় ছিল, আমাদের সমস্ত পোস্টমর্টেম রিপোর্ট বা মেডিকো-আইনি রিপোর্ট ডিজিটালাইজড করা। দিল্লি সরকার আজ MedLEaPR-এর উপর কাজ শুরু করেছে। এর পরে, সমস্ত রিপোর্ট ডিজিটাল আকারে আনা হবে এবং এর অ্যাক্সেস সীমিত হাতে থাকবে। হাসপাতাল এবং তদন্ত সংস্থাগুলির মধ্যে খুব ভালো সমন্বয় থাকবে, এটি একটি খুব ভালো সুযোগ। এটি আমাদের বিচারিক প্রক্রিয়ার যাত্রায় একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে। আমি সরকারের নতুন কর্মকর্তাদের এবং সমস্ত মন্ত্রীদের ধন্যবাদ জানাই।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ